ফ্যাসিস্ট সরকারের নিপীড়নেই খালেদা জিয়ার রোগের সূচনা : মির্জা ফখরুল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘদিনের নিপীড়ন-নির্যাতনই বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক জটিলতার মূল কারণ। শুক্রবার বাদ জুমা রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন। অথচ বিগত সরকার তার প্রতি অন্যায় আচরণ করেছে। তিনি ছয় বছর কারাবন্দি ছিলেন, এর মধ্যে দুই বছর ছিলেন নির্জন কারাগারে। সবারই সন্দেহ—সেখান থেকেই তার রোগের সূচনা।”
তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, তবে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ইংল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্স প্রসঙ্গে ফখরুল বলেন, “চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। আশা করা যাচ্ছে, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল আসলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নেওয়া হতে পারে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।