শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

লালমনিরহাটে সীমান্ত পারাপারের সময় একই পরিবারের ৩ জন আটক

রাবিক ইসলাম | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৩

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনে ধরলা বর্ডার আউট পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত মেইন পিলার-৮৭৩/১৩-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: শ্রী অনিল চন্দ্র (২৮), শ্রীমতি লিপিরানী (২৫) এবং শিশু অর্ন্বপূন্না (৩)। তারা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ী নাওদাবাশ এলাকার বাসিন্দা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, "বিজিবি তাদের থানায় মামলা দায়ের করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে।"



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top