সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে কিছু দল: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একটি দল বলছে এই মার্কায় ভোট দিলে তরতরিয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু ইহকালে কীভাবে চলব, কোনো নীতি-আদর্শ নেই। তারা শুধু ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে।”

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, “আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে সুষ্ঠু পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাক। যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়। পরিকল্পনা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা মানে নিজেদের ব্যর্থ করার পরিকল্পনা করা।”

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেন, “জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।”

এটি সাত দিনব্যাপী বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে দল আগামী নির্বাচনী ইশতেহারের প্রস্তুতি নেবে। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। কর্মসূচিটি আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top