হাসিনা আমলের ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৪:০৫
জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হত্যা-গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো শেখ হাসিনা সরকারের আমলের সাবেক ১৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা।
আসামিদের মধ্যে রয়েছেন – সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান।
প্রসিকিউশন আনিসুল, সালমান, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দিয়েছে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।
একইসঙ্গে, জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এছাড়াও, গত ১৫ অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যার অগ্রগতি আজ শুনানিতে থাকার কথা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।