• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


খালেদা জিয়ার ইম্প্রুভ হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মে ২০২১, ২১:৩৮

খালেদা জিয়ার ইম্প্রুভ হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা এখনো ক্রিটিক্যাল রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি ইম্প্রুভ করছেন। বেশ ইম্প্রুভ করেছেন।

ঈদের নামাজের পর বায়তুল মোকাররমে বিক্ষোভ
শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ধীরে ধীরে ভালো হোক। তিনি ইম্প্রুভ করছেন। বেশ ইম্প্রুভ করেছেন। গতকালও ডাক্তাররা আমাকে বলেছেন, তার অবস্থা এখনো ক্রিটিক্যাল রয়েছে। তবে অনেকগুলো উন্নতি হয়েছে। আর তারা আশাবাদী, উনি খুব শিগগির সুস্থ হয়ে উঠবেন।

তিনি জানান, সাংবাদিকদের মাধ্যমে উনি ‘খালেদা জিয়া’ দেশের সকল মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আর উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। শুধুমাত্র নিজের জন্য সারা দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন। আর তিনি যেনো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য আমরাও দোয়া চেয়েছি।

বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কবরে এসেছিলাম, তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার কবর জিয়ারত করতে। আর তার কবরে দাঁড়িয়ে আজকের মহান আল্লাহ তাআলা কাছে এই পবিত্র দিনে দোয়া চেয়েছি, আল্লাহ তাআলা যেনো অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেশত নসিব করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top