রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

রপ্তানি ধীর, শুল্ক বাড়ছে—বাংলাদেশের অর্থনীতিতে ঘনীভূত আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১১:৩৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির জন্য আসছে বড় চ্যালেঞ্জ! এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক—এডিবি বলছে, মার্কিন শুল্কনীতির কারণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে পারে চলতি ২০২৫-২৬ অর্থবছরে।

এডিবির জুলাই সংস্করণে বলা হয়েছে—রপ্তানি ও শিল্প খাতে ধীরগতি আর যুক্তরাষ্ট্রের ৩৫% পালটা শুল্কের প্রভাবেই এই ঝুঁকি তৈরি হয়েছে। এই শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে। এর ফলে তৈরি পোশাকসহ অনেক পণ্যের রপ্তানিতে খরচ বাড়বে, আর বাজার হারানোর আশঙ্কাও তৈরি হচ্ছে।

এডিবি এপ্রিল মাসে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৫ দশমিক ১ শতাংশ। তবে এখন বলা হচ্ছে, সেটি আরও কম হতে পারে। যদিও নির্দিষ্ট সংখ্যাটা এখনো প্রকাশ করা হয়নি।

মূল্যস্ফীতি কিছুটা কমেছে—এডিবি বলছে, এর পেছনে রয়েছে বৈশ্বিক পণ্যমূল্যের স্থিতিশীলতা আর কড়াকড়ি আর্থিক নীতি। শুধু বাংলাদেশ নয়—দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশই মার্কিন শুল্কনীতি, যুদ্ধ ও সরবরাহ সংকটে অর্থনৈতিক ধাক্কা খেতে পারে। ২০২৫ সালে এই অঞ্চলের গড় প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৪ দশমিক ২ শতাংশ।

এডিবি সতর্ক করেছে—যদি শুল্ক আরও বাড়ে, আর বাণিজ্য উত্তেজনা বাড়ে, তাহলে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক বাণিজ্য নীতির ছায়া কি বাংলাদেশ পেরোতে পারবে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top