মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এক কোটি টাকা প্রণোদনা পাবে হাদিসুরের পরিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০২:২৪

এক কোটি টাকা প্রণোদনা পাবে হাদিসুরের পরিবার

ইউক্রেনের আলভিয়া বন্দরে নিহত মো. হাদিসুর রহমানের পরিবারকে এক কোটি টাকা দেবে শিপিং করপোরেশন। বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকল নাবিক একটি নির্দিষ্ট চুক্তিতে আবদ্ধ হয়ে জাহাজে যায়। সেই চুক্তির আওতায় নিহত হাদিসুর এই প্রণোদনা পাবেন।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের আলভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত হয় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি আলভিয়া বন্দরে নোঙর করা হয় জাহাজটি। হাদিসুর একা মারা গেলেও বেঁচে যান জাহাজের বাকি ২৮ জন নাবিক।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top