মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে নিয়ে একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০০:৩৩

বাংলাদেশকে নিয়ে একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে ‘একযোগে’ কাজ করতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

সংলাপের শুরুতে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যখন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে, যখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার হুমকিতে পড়েছে, তখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এক সঙ্গে করবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে ঢাকাকে আরও কাজ করতে হবে।

করোনা মোকাবিলা ও টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম অংশীদারি সংলাপ রবিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা সাড়ে ১১টায় শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top