শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Nasir Uddin | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬

ছবি: সংগৃহীত

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ জানান, এবারের ডিসি সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সভা।

সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, ৬৪ জেলা প্রশাসক (ডিসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতি প্রতিরোধ, জনবান্ধব প্রশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভূমিসেবাসহ হয়রানিমুক্ত সেবাখাত প্রতিষ্ঠাসহ ৩৫৪টি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হবে তিনদিনের এ সম্মেলনের ৩৪টি কার্য-অধিবেশনে। কার্য-অধিবেশনগুলো সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে প্রাধান্য দিয়ে তৃণমূল পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা থাকবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top