হত্যা বেশি মনে হলেও অপরাধ কমে নিরাপত্তা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭

সাম্প্রতিক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে—অন্তর্বর্তী সরকারের সময়ে হত্যার সংখ্যা বেড়েছে বলে মনে হলেও, এর আসল কারণ নতুন করে অপরাধ বৃদ্ধি নয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়—গত ১৩ মাসে অন্তত ১ হাজার ১৩০টি হত্যার মামলা নথিভুক্ত হয়েছে। এর বড় অংশ শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সংঘটিত হলেও রাজনৈতিক প্রভাব ও পুলিশের অনীহার কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর সেসব মামলার রেকর্ড উন্মুক্ত হয়েছে।
অন্যদিকে দাঙ্গা, চুরি ও ডাকাতির মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। ডাকাতি: ২০২৪ সালে ১,৪০৫ → ২০২৫ সালে ১,৩১৪। দ্রুত বিচার আইনে মামলা: ১,২২৬ → ৬৫১। দাঙ্গা: ১২৫ → ৫৯। চুরি: ৮,৬৫২ → ৬,৩৫৪।
অপরাধের এই চিত্র একদিকে পুরোনো দমন করা মামলার উন্মোচনকে নির্দেশ করছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিকদের ভয়ভীতিমুক্তভাবে মামলা করার পরিবেশকেও তুলে ধরছে। ফলে হত্যার সংখ্যা বেশি মনে হলেও, সার্বিকভাবে সমাজে নিরাপত্তাবোধ ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।
বিষয়: হত্যা বেশি অপরাধ কম নিরাপত্তা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।