তারেক রহমানের নিরাপত্তায় কঠোর বিমান: ক্রু বদলের নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৬

সংগৃহীত

তারেক রহমানের লন্ডন-ঢাকা ফ্লাইট নিয়ে বড় খবর! আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও, তাঁর নিরাপত্তার খাতিরে বিমানের ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে।

সরিয়ে দেওয়া কর্মীরা হলেন জুনিয়র পার্সার সওগাতুল আলম এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। গোয়েন্দা প্রতিবেদনে তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। অভিযোগ আছে, তাঁরা নিয়মিতভাবে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকতেন।

লন্ডন থেকে ঢাকাগামী বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের পরিবারের পাশাপাশি দলের শীর্ষ নেতারাও থাকবেন। ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও ঝুঁকির বিষয়টি বিবেচনা করে তাঁদের জায়গায় এখন দায়িত্ব পালন করবেন জুনিয়র পার্সার মোস্তফা এবং স্টুয়ার্ডেস আয়াত।

এর আগে খালেদা জিয়ার ফ্লাইটেও এমন গোয়েন্দা সতর্কতায় ক্রু বদল করা হয়েছিল। তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে এখন টানটান উত্তেজনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top