বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

ঢাকায় পা রাখলেন তারেক রহমান: বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিটে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান! বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ড্রিমলাইনার।

এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি সিলেটের মাটি স্পর্শ করে। লন্ডন থেকে দীর্ঘ যাত্রা শেষে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বীরের বেশে দেশে ফিরলেন তারেক রহমান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় তাকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। প্রিয় নেতাকে বরণ করতে সকাল থেকেই বিমানবন্দরে ভিড় করছেন জ্যেষ্ঠ রাজনীতিকরা।

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি যাবেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকার বিশাল গণসংবর্ধনা মঞ্চে। সেখানে জনতাকে ভাষণ দেওয়ার পর বিকেল ৪টা ১০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে। নিরাপত্তার জন্য বিমানবন্দর এলাকায় মোতায়েন আছে সোয়াট টিম। হাসপাতাল থেকে ফিরে তিনি সরাসরি যাবেন গুলশানের বাসভবন ‘ফিরোজা’য়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top