তারেক রহমানের ‘ফেরা’: বিমানে বসে করা পোস্ট ভাইরাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১
দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফেরা! বিমানে বসেই এক শব্দের এক স্ট্যাটাসে আবেগ আপ্লুত করলেন তারেক রহমান। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উড়োজাহাজের আসনে বসা একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে ছিল মাত্র একটি শব্দ— ‘ফেরা’। পরে আরও একটি পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!
তারেক রহমানের এই ‘ফেরা’কে রাজকীয় করতে প্রস্তুত রাজধানী। তীব্র শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল ৩০০ ফিট পর্যন্ত লাখো নেতা-কর্মীর ঢল নেমেছে। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করে এবং বেলা ১২টা নাগাদ ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সাথে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিটের বিশাল জনসভায় যোগ দেবেন তিনি। এরপর বিকেলে এভারকেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে। নিরাপত্তার জন্য পুরো এলাকায় মোতায়েন রয়েছে বিশেষ বাহিনী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।