মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

ইতিহাস গড়তে চলেছে ভারত-রাশিয়ার বাণিজ্য

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৩:৩৭

সংগৃহীত

ভারত ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব এখন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে একটি বিশাল বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে।

মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার গতকাল (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা সংস্থা পিটিআইকে এক বিশেষ সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তির প্রস্তাবে সম্মতি জানান। এরপর দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।

রাষ্ট্রদূত বিনয় কুমার বলেন, “ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের হলেও, গত বছরটি ছিল একটি মাইলফলক। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে। বাণিজ্যের পরিধি বাড়াতে নতুন খাত ও উপাদান যুক্ত করা হচ্ছে।” তিনি উল্লেখ করেন, মুক্ত বাণিজ্য ও দুই দেশের নিজস্ব মুদ্রা (রুপি-রুবল) ব্যবহার এই লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ৬ হাজার ৮৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যার বেশিরভাগই রাশিয়ার অপরিশোধিত তেল। রাষ্ট্রদূত বিনয় কুমারের মতে, ২০৩০ সালের এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে তা দুই দেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস্।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top