• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খোলা কোচিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০০:১৮

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খোলা কোচিং সেন্টার

এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ রাখবে সরকার। তবে এই নির্দেশনা অমান্য করে রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা রয়েছে কোচিং সেন্টার। কোনো কোনো কোচিং সেন্টার বাইরে বন্ধের নোটিশ ঝুলিয়ে, আবার কোনো কোনোটি রাখঢাক না করে প্রকাশ্যেই কার্যক্রম চালাচ্ছে।

খোলা রাখার কারণ হিসেবে কোচিং সেন্টার সংশ্লিষ্ট প্রায় সবাই বলছেন, তারা নতুন শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য কার্যক্রম চালাচ্ছেন, ক্লাস পরীক্ষা নিচ্ছেন না। অন্যদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর একটি কোচিং সেন্টারের মালিক জানান, ভর্তি পরীক্ষার কোচিং সেন্টার থেকে পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস হয়নি। তারপরও পাবলিক পরীক্ষার আগে সরকারিভাবে কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনায় প্রায় দুই বছর আমাদের সব কোচিং সেন্টার বন্ধ ছিল। কোচিং বন্ধ রাখলেও আমাদের ভবন ভাড়া, শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করতে হচ্ছে। বন্ধ থাকলে আমাদের চরমভাবে আর্থিক সংকটে পড়তে হচ্ছে। এ কারণে অনেক কোচিং বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ রাখলে আমাদেরও প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। তারপরও সরকারি নির্দেশনা মেনে ক্লাস বন্ধ রেখে শুধু শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top