শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

জাপার সমাবেশে সংঘর্ষ বিস্ফোরণ, অ্যাকশনে পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৬:৪১

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সমাবেশস্থলের চেয়ার এলোমেলো করে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নেয়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল ও প্রতীক ইস্যুতে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে শুরু হয় কর্মী সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। তাঁর সঙ্গে ছিলেন দলের কো–চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ নেতারা।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সভা শুরু হতেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই শুরু হয় ধাওয়া–পাল্টাধাওয়া।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপস্থিত কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top