মেট্রোরেলে এখনও বন্ধ কিছু স্টেশন
স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:১৭
ঢাকার মেট্রোরেল রুটে এখনও পুরোপুরি পরিষেবা চালু হয়নি; এমন তথ্য দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিশেষ করে MRT Line 6-র শাহবাগ থেকে আগারগাঁও অংশে চলাচল এখনও বন্ধ রয়েছে।
বর্তমানে যেই অংশ চালু রয়েছে
-
উত্তরা উত্তর থেকে আগারগাঁও (উত্তর দিক) পর্যন্ত যাত্রী যাতায়াত করতে পারছেন।
-
মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত (দক্ষিণ দিক) স্টেশনের সেবা রয়েছে।
এই তথ্য থেকে বোঝা যাচ্ছে সার্বিক রুট এখনও পুরোপুরি চালু হয়নি।
বন্ধ রয়েছে যেসব অংশ
-
শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরিষেবা অচল রয়েছে। এর ফলে এই রুট দিয়ে যাওয়া-আসা করা যাচ্ছে না।
-
বিশেষ করে “পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়া” ঘটনা যেমন ফার্মগেট এলাকায় ঘটেছে, তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট মেরামতের কারণে বাধা রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।