মেট্রোলাইন দুর্ঘটনায় নিহত কালামের স্ত্রী আইরির চাকরি পাচ্ছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৫:২৮
ঢাকা মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে চাকরি দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।
তিনি জানান, “আইরিন আক্তার পিয়াকে প্রাথমিকভাবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে পরবর্তীতে অফিসার পদে পদোন্নতি দেওয়া হবে।”
গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এতে পথচারী আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই নিহত হন।
ওই দিনই নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে এই নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।
নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমটিসিএল জানায়, আবুল কালামের পরিবারের পাশে তারা ভবিষ্যতেও থাকবে। নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া ও দুই সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তায় প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।