রাজধানীর দক্ষিণখানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ০৯:৪০

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান থানা এলাকার গোয়ালটেকে আরমান আহমেদ সাফিন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে মোতালেব মার্কেটের আমানুল্লাহর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাফিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গরবশোরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালটেক এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, সাফিন দক্ষিণখান জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, শয়নকক্ষের খাটের ওপর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাফিনের মরদেহ ঝুলছে। তার হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশ বিছানার সঙ্গে লেগে ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে আরমান আত্মহত্যা করেছেন। তবে স্থানীয় কিছু যুবক দাবি করেছেন, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নুর মোহাম্মদ নামের এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘আরমান উত্তরার একজন জুলাইয়ের আহত যোদ্ধা ছিলেন। জুলাই আহতদের সংগঠনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উত্তরার অনেক কর্মসূচিতে তিনি অংশ নিতেন।’

এ বিষয়ে দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমা বলেন, “গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top