নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টার অনশনেও ইসির নড়াচড়া নেই: “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই”
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:১৬
নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৩ ঘণ্টা ধরে আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। কিন্তু এ কর্মসূচি দীর্ঘায়িত হলেও কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি।”
তিনি জানান, গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিগগিরই এসব সিদ্ধান্তের ভিত্তিতে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।
উল্লেখ্য, ওই তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’।
এ ঘটনার পরই মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসেন তারেক রহমান।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, কমিশন আইন অনুযায়ীই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে। অন্যদিকে আমজনতার দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের আবেদন যথাযথভাবে যাচাই না করেই বাদ দেওয়া হয়েছে।
এরই মধ্যে অনশনের সময় পেরিয়ে গেছে ৫ দিন (১২৩ ঘণ্টা), কিন্তু এখনো ইসির পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।