সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে আগুন

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১০:২১

ছবি: সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা বা কী উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আজ (সোমবার) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে দুটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুনের সংবাদ পাই। আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও জানা যায়নি।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনটি ইচ্ছাকৃতভাবে দেওয়া হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top