আতঙ্ক ছড়ালো শহরে
৮ স্থানে ককটেল বিস্ফোরণ ও ৪টি বাস আগুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১১:৫৭
ঢাকার বিভিন্ন স্থানে সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ এবং চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ধরনের ঘটনা ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে মনে হচ্ছে, তবে বিশেষ কোনো দিনের জন্য টার্গেট করা হয়েছে কি না, তা তদন্ত চলছে।
বিস্ফোরণের স্থানসমূহ:
-
সকালে: মোহাম্মদপুরে প্রবর্তনা ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সামনে, ধানমন্ডি ২৭ নম্বর মাইডাস সেন্টার এবং ইবনে সিনা হাসপাতালের সামনে, মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়।
-
সন্ধ্যা: মৌচাক, শেরেবাংলা নগর, মিরপুর-১০ ও খিলগাঁও, বেতার ভবনের সামনের সড়কে।
বাসে আগুন দেওয়া হয়েছে:
-
সকাল: বাড্ডা ও শাহজাদপুর
-
সন্ধ্যা: ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে
-
মধ্যরাত: যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাস
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"
ফায়ার সার্ভিস সদর দপ্তরও সতর্ক অবস্থায় রয়েছে এবং আগুন নেভাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী আগামী বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আরও সতর্ক অবস্থানে রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।