বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪১

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গুলিস্তান, হাতিরঝিল, সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরই দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে রাত ১০টার পর হাতিরঝিলের রেইনবো ক্রসিং এবং কারওয়ান বাজারের মাছের আড়তের সামনে আরও দুটি বিস্ফোরণ ঘটে। একই সময়ে সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে—গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড়, কারওয়ান বাজারসহ—চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে রাজধানীতে ২০টির বেশি ককটেল বিস্ফোরণ ও ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে রাজধানীতে শঙ্কার কিছু নেই।

তিনি আরও জানান, গত তিন দিনে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা।

ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কর্মসূচি ঘিরে যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top