উত্তরায় মাইক্রোবাসে আগুন
স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১২:২৫
রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টা ১৮ মিনিটে উত্তরার জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ইঞ্জিনের অতিরিক্ত তাপ (ওভারহিট) হওয়ায় আগুনের সূত্রপাত ঘটে।
তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে গেছে, তবে কোনো হতাহত হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।