শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

ধানমন্ডি ৩২ ঘিরে উত্তেজনা, ভাঙচুর করছে ছাত্র-জনতা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৩১

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ দুপুরে রায় ঘোষণা করবে বলে জানা গেছে।

রায়কে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হলেও সকাল থেকেই উত্তেজনা দেখা গেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিগুলোতে।

সোমবার সকাল থেকে ঢাকা কলেজের মূল ফটকে শিক্ষার্থী ও সাধারণ ছাত্রজনতার উপস্থিতি বাড়তে থাকে। পরে তারা বুলডোজারসহ একটি মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা হন। আয়োজকদের দাবি, রায় ঘোষণার দিন শেখ হাসিনার সঙ্গে জড়িত “স্মৃতিচিহ্ন” অপসারণের প্রতীকী কর্মসূচি হিসেবে এ বুলডোজার মিছিল আয়োজন করা হয়েছে।

মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

মিছিল শুরুর আগে ঢাকা কলেজের সামনে শেখ হাসিনার কুশপুতুল দাহ করা হয়। আয়োজকরা জানান, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, “দেশে গণঅভ্যুত্থানের সময় যে সহিংসতা হয়েছে, তার বিচার দেখে আমরা আশাবাদী। রায়ের মাধ্যমে অতীতের অবিচারের সমাপ্তি ঘটুক—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও দাবি করেন যে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভেঙে সেখানে “একটি উন্মুক্ত খেলাধুলার মাঠ” নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে কোনো সরকারি অবস্থান জানা যায়নি।

ধানমন্ডি, শাহবাগ, নিউমার্কেট ও আশপাশ এলাকার প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ ও আজকের রায় জাতির দৃষ্টি আকর্ষণ করেছে। রায়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকদের মত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top