ডিএমপি
১০ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:১৫
রাজধানীতে গত ১০ মাসে মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিসি তালেবুর রহমান বলেন, প্রতি মাসে গড়ে ২০টি করে হত্যাকাণ্ড ঘটে রাজধানীতে। এসব ঘটনার বেশির ভাগেরই রহস্য উদঘাটন করা হয়েছে এবং বেশ কয়েকটি মামলার চার্জশিট দাখিলের কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, হত্যার ঘটনাগুলোর মধ্যে রয়েছে পারিবারিক সহিংসতা, পূর্বশত্রুতার জের, স্থানীয় আধিপত্য বিস্তার, এবং অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনাও।
তালেবুর রহমান বলেন, বিগত দশ বছরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করলে বোঝা যায় যে, ঢাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল।
এছাড়া, সাম্প্রতিক আলোচিত পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলা নিয়ে তিনি জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর হত্যার মূল প্রেক্ষাপট ও উদ্দেশ্য আরও পরিষ্কার হবে বলে তিনি আশা করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।