মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ২২:০৫

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেড ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে কুড়াতলী বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে। পরে রাত ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top