সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকাসহ আশপাশে সিরিজ ভূমিকম্পে আতঙ্ক, বিশেষজ্ঞরা সতর্ক থাকতে বলছেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫০

শুক্রবারের ভূমিকম্পের পর রাজধানী ঢাকার কয়েকটি স্থানের ধ্বংসযজ্ঞের চিত্র । ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানা চারটি ভূমিকম্পের মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন উপজেলায় এবং একটির উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায়।

বাংলাদেশ আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প ঘটে, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে দেশে অন্তত দশজন প্রাণ হারিয়েছেন। পরে শনিবার সকালে পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প এবং সন্ধ্যায় বাড্ডা ও নরসিংদী এলাকায় আরও দুটি কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অবস্থান ভারতের ইন্ডিয়ান প্লেট, বার্মা প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে। ঢাকার মাধবদী ভূমিকম্প মূলত ছোট আকারের আফটারশক হতে পারে, তবে বড় ভূমিকম্পের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেছেন, "একটি ভূমিকম্পের পর সাধারণত ছোট কম্পন বা আফটারশক অনুভূত হয়। আপাতত বড় ভূমিকম্পের সম্ভাবনা ক্ষীণ, তবে সতর্ক থাকা জরুরি।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. বদরুদ্দোজা মিয়ার মতে, সাবডাকশান জোনে ৪–৬ মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক এবং এটি ভবনের ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।

সূত্র: বিবিসি বাংলা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top