মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

মেট্রোরেলের র‌্যাপিড ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ চালু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:০৪

ছবি: সংগৃহীত

রাজধানীতে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জের ব্যবস্থা চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় আগারগাঁও স্টেশনে নতুন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়।

নতুন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা এখন ঘরে বসেই ব্যাংক কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহার করে পাস রিচার্জ করতে পারবেন।

ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করে রিচার্জ অপশন নির্বাচন করতে হবে। এরপর পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা নতুন যন্ত্রে কার্ড স্পর্শ করলে রিচার্জ সম্পন্ন হবে।

নীতিমালা অনুযায়ী, অনলাইন পেমেন্টে গ্রাহককে অতিরিক্ত ফি দিতে হবে। রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে।

উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন হয়েছিল ২০২২ সালের ৮ ডিসেম্বর। এরপর একে একে মতিঝিল পর্যন্ত স্টেশন খোলা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top