বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর এখন ঢাকা, ২০৫০ সালে শীর্ষে ওঠার পূর্বাভাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০৪

সংগৃহীত

রাজধানী ঢাকার জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি দ্রুত বাড়ছে। মানুষের ঘনত্ব ও চলাচলের দিক থেকে বিশ্বের অন্যান্য শহরকে পিছনে ফেলে ঢাকা এখন উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর হিসেবে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহর হয়ে উঠতে পারে।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকায় বসবাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। তৃতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও, যার জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।

বিশ্বে এখন মোট ৩৩টি মেগাসিটি রয়েছে—যেসব শহরে কমপক্ষে ১ কোটি মানুষ বসবাস করেন। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮। বর্তমানে এশিয়ায় রয়েছে ১৯টি মেগাসিটি, আর শীর্ষ ১০ মেগাসিটির ৯টিই এশিয়া অঞ্চলে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

এশিয়ার বাইরে শীর্ষ ১০ তালিকায় একমাত্র শহর মিসরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। আমেরিকার সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকার সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘ জানায়, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের রাজধানীমুখী হওয়া। অনেকে কাজের খোঁজে ঢাকায় আসছেন, আবার অনেকে বন্যা ও জলবায়ুজনিত ঝুঁকি—বিশেষত সমুদ্রস্তর বৃদ্ধির হুমকি—এড়িয়ে রাজধানীতে পাড়ি দিচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই জনসংখ্যা বৃদ্ধি সামাল দিতে এখনই টেকসই নগর পরিকল্পনা গ্রহণ না করা হলে ভবিষ্যতে নগর ব্যবস্থাপনাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top