বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার রায় আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২১

ছবি: সংগৃহীত

প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। দুদকের আইনজীবীদের মতে, আবাসন নীতি লঙ্ঘন ও মিথ্যা তথ্য প্রদান করায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজউকের ৩০ কাঠা জমি অবৈধভাবে নেয়া ও মিথ্যা হলফনামা দাখিলের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা ও তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল আদালতে উপস্থিত না হওয়ায় পলাতক আসামি হিসেবেই বিচার চলে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে নিজের ও সন্তানদের নামে সরকারি আবাসন নীতি লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খান মো. মঈনুল হাসান বলেন “প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যে মিথ্যা হলফনামা দিয়েছেন, তার বড় ধরনের শাস্তি হওয়া উচিত। একটি দেশের প্রধানমন্ত্রী মিথ্যা বলতে পারেন না।”

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন মনে করেন, এই মামলার রায় দুর্নীতি মোকাবেলায় দুদক ও র‌্যাক সদস্যদের বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে।

হাসিনা পরিবারের তিন সদস্য ছাড়া এ মামলায় আরও ২০ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে একমাত্র গ্রেফতার সাবেক রাজউক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

অন্যান্য আসামিদের মধ্যে আছেন  সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সচিব শহীদ উল্লা খন্দকার, কাজী ওয়াছি উদ্দিনসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা।

গত জানুয়ারিতে পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠার প্লট বরাদ্দকে কেন্দ্র করে শেখ হাসিনা, তার সন্তান, বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করে দুদক।

এর মধ্যে তিনটি মামলার রায় আজ, আর রেহানা পরিবারের মামলার একটি রায়ের তারিখ ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

৩১ জুলাই এসব মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে আজকের রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top