আজ রাজধানীর যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৩
কেনাকাটার জন্য আমরা প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটে যাই। তবে হঠাৎ সেখানে গিয়ে যদি দেখি মার্কেট আজ বন্ধ—তখনই পড়তে হয় বিপাকে। তাই অসুবিধায় পড়ার আগে জেনে নিন, আজ বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা শহরের কোন কোন মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।
আজ বুধবার রাজধানীর নিচের মার্কেটগুলো সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে—
-
যমুনা ফিউচার পার্ক
-
নুরুনবী সুপার মার্কেট
-
পাবলিক ওয়ার্কস সেন্টার
-
ইউনিটি প্লাজা
-
ইউনাইটেড প্লাজা
-
কুশল সেন্টার
-
এবি সুপার মার্কেট
-
আমির কমপ্লেক্স
-
মাসকট প্লাজা
আজ নিচের এলাকাগুলোর অধিকাংশ শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে—
-
বসুন্ধরা আবাসিক এলাকা
-
মধ্য ও উত্তর বাড্ডা
-
জগন্নাথপুর
-
বারিধারা
-
সাঁতারকুল
-
শাহাজাদপুর
-
নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২
-
কুড়িল
-
খিলক্ষেত
-
উত্তরখান
-
দক্ষিণখান
-
জোয়ার সাহারা
-
আশকোনা
-
বিমানবন্দর সড়ক
-
উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা
যানজট আর অযথা ভোগান্তি এড়াতে কেনাকাটায় বের হওয়ার আগে নিজের গন্তব্য মার্কেট বা এলাকার সাপ্তাহিক ছুটির দিনটি জেনে নিলে সুবিধা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।