শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

আগারগাঁওয়ে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—

  • মো. জলিল মিয়া (৫০)

  • আনেজা বেগম (৪০)

  • আসিফ মিয়া (১৯)

  • সাকিব মিয়া (১৬)

  • মনিরা (১৭)

  • ইভা (৬)

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁও পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয় সদস্যই মারাত্মকভাবে দগ্ধ হন। খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ এখনই জানানো সম্ভব নয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

ঘটনাটি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top