সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

৮ ডিসেম্বর

আজ ঢাকায় গুরুত্বপূর্ণ কর্মসূচি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১০:০১

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো:

মৎস্য উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ৯:৩০ – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, WCS Bangladesh & WorldFish Bangladesh আয়োজিত Healthy Ocean প্রকল্পের Inception Workshop-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
    স্থান: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

  • সকাল ১০:০০ – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে।
    স্থান: সাইন্স ল্যাবরেটরি (সিটি কলেজ) মোড়।

বিএনপির কর্মসূচি

  • সকাল ১০:০০ – ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প শুরু হবে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে।
    প্রধান অতিথি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

  • সকাল ১০:৩০ – দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
    ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াতের কর্মসূচি

  • সকাল ১১:০০ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে সৌজন্য সাক্ষাতে যাবেন।
    সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

  • সকাল ১১:৩০ – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন।
    বৈঠক শেষে সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top