স্বামীর দেওয়া তথ্যে গ্রেপ্তার আয়েশা, মিলল চাঞ্চল্যকর তথ্য
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে তদন্তে। এ ঘটনায় সংশ্লিষ্ট গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে তার স্বামী রাব্বীকেও।
পুলিশ জানায়, আয়েশার স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা বলেন, প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে রাব্বীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতেই আয়েশার অবস্থান শনাক্ত করে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তদন্তের এক পর্যায়ে পুলিশ আরও জানতে পারে—৬ মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন আয়েশা। এই তথ্যও মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নলছিটি থানার ওসি আশরাফ আলী জানান, আয়েশাকে তার স্বামীর বাড়ি থেকেই আটক করা হয়েছে। তিনি বলেন, “গ্রেপ্তারের বিস্তারিত তথ্য ঢাকা থেকে জানানো হবে।”
আজ বেলা ১২টার দিকে গ্রেপ্তারের পর আয়েশাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে।
উল্লেখ্য, গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের একটি বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত লায়লার স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ বলছে, ক্লু-লেস এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তার আয়েশা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।