মা–মেয়েকে হত্যার কারণ জানালেন গৃহকর্মী আয়েশা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহকর্মী আয়েশা (২০) ও তার স্বামী রাব্বি শিকদারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চুরির অপবাদ দেওয়াকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে আয়েশা।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছে— তাকে চুরির অভিযোগে অপমান করা হয়েছিল। সেই ক্ষোভ থেকেই লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যা করে।
তবে হত্যাকাণ্ডে আয়েশা একাই জড়িত ছিলেন নাকি আরও কেউ ছিলেন— তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এর আগে, সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের একটি ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় ছুরিকাঘাতে মা–মেয়েকে হত্যা করা হয়।
সুরতহাল প্রতিবেদনে জানা যায়, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।