বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি আজ থেকে, যাত্রী সেবা বন্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৭

ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা আজ (১২ ডিসেম্বর) ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছেন। এই কর্মসূচির কারণে মেট্রোরেলের যাত্রী সেবা অচল থাকবে।

কর্মচারীরা অভিযোগ করেছেন, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পরও ৯০০-এর বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত করা হয়নি। এর ফলে ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দিলেও তা মেনে নেওয়া হয়নি।

কর্মচারীরা জানান, ডিএমটিসিএল পরিচালনা পর্ষদ বিতর্কিত ‘বিশেষ বিধান’ বাদ দিতে আগ্রহী হলেও কর্তৃপক্ষের চাপের কারণে সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে। তাই পূর্বঘোষিত আলটিমেটামের ভিত্তিতে কর্মচারীরা কর্মবিরতি ও ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন।

কর্মচারীদের দাবি, চাকরি-বিধিমালা ছাড়া ক্যারিয়ার, বেতন-সুবিধা এবং ন্যায্য অধিকার নিশ্চিত নয়। তারা বলেন, কোনো আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুল ছাড়া সমাধান সম্ভব নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top