শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, ৪৫ জনকে নিরাপদে উদ্ধার

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৮

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় অবস্থিত ১২ তলা “জমেলা টাওয়ার” নামের বহুতল ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ভোর ৫:৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম জানান, ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা মোট ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। ভোর ৫:৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

উল্লেখযোগ্য: কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top