বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

নিকুঞ্জে ট্রাক উল্টে যানজট, বনানী পর্যন্ত চলাচল ব্যাহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮

ছবি: সংগৃহীত

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনের সড়কে একটি ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এমনভাবে বিস্তার করে যে বনানী পর্যন্ত রাস্তায় গাড়ি প্রায় থেমে থেমে চলছে।

গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানা যায়, সকাল ৮টা ৫৩ মিনিটে নিকুঞ্জ-১ আউটগোয়িং সড়কে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার ফলে ভোর থেকে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়।

সকাল সাড়ে ৯টার দিকে ট্রাফিক বিভাগ আরও জানায়, উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা এখনো নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছেন।

জানাগেছে, যানজট এয়ারপোর্ট রোড ধরে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত ছড়িয়ে গেছে। এছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানবাহন প্রবাহেও বিপত্তি দেখা দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top