বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, ফার্মগেটে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৩:২২

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সড়কে অবস্থান নেন।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান করছেন।

জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তিনি মারা যান।

রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আজও তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে সেই দাবিটি জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top