• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতা এনার ভ্যালেন্সিয়া

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৪:৫৩

ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া

বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। আর শুরু থেকেই কাতারকে চেপে ধরে গুস্তাভো আলফারোরার শীর্ষরা।

ম্যাচ শুরুর তিন মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল ইকুয়েডর। কিন্তু অফসাইডের কারণে সে গোল বাতিল হলেও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।

ম্যাচের ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়াকে পেনাল্টি বক্সে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি। পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেননি ভ্যালেন্সিয়া।

সেই গোল করার মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখেন ভ্যালেন্সিয়া। প্রথম গোলের পর অবশ্য দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডান প্রান্ত থেকে ক্রসে বক্সে লাফিয়ে হেডে গোল করেন তিনি।

এবারের বিশ্বকাপে ৮ ভেন্যুতে হবে ৬৪ ম্যাচ। আল বাইত, খলিফা, আল থুমামা, আহমেদ বিন আলি হয়ে সর্বোচ্চ ৮০ হাজার আসনের লুসাইলে ১৮ ডিসেম্বর বসবে ফাইনাল। 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top