• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জয় নিয়েই আসর শুরু করে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স

নিশি রহমান | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ২২:১৯

সাকিব আল হাসান

দারুণ এক জয়ে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত দল নিউইয়র্ক স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল বাংলা টাইগার্স, যে ম্যাচে দলকে জেতানোর ক্ষেত্রে অলরাউন্ড নৈপুণ্য আর বিচক্ষণ অধিনায়কত্বে দারুণ ভূমিকা রেখেছেন সাকিব।

সাকিব আল হাসানের নেতৃত্বেই  টি-টেন লিগে শুভসূচনা পেয়েছে বাংলা টাইগার্স। তারা নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে ১৯ রানে হারিয়েছে।বাংলা টাইগার্সের হয়ে এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।

এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি সাকিবের দল। আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে সাকিবের দল। ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১২ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস।

বাংলা টাইগার্সরা শুরুতেই হারায় হজরতউল্লাহ জাজাইয়ের (১০) উইকেট। আরেক ব্যাটার জো ক্লার্ক আউট হয়েছেন শূন্য রানে।

জাজাই ও জো ক্লার্কের বিদায়ের পর দলের হাল ধরেন কলিন মুনরো ও এভিন লুইস। মুনরো ৩০ রান করে বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন লুইস।

১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড। বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড।

শেষপর্যন্ত ১৯ রানের দাপুটে জয় নিয়ে আসর শুরু করে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top