• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আমি আরও শক্তিশালী হয়ে ফিরব : নেইমার

শাকিল খান | প্রকাশিত: ৭ মার্চ ২০২৩, ২৩:০১

নেইমার জুনিয়ার

চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না চোটে পড়া নেইমার জুনিয়ারের। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে ক্লাব।

পিএসজি নিশ্চিত করেছে যে, গোড়ালির ইনজুরিতে পড়ায় তার অস্ত্রোপচার করাতে হবে। এবং দলীয় অনুশীলনে ফিরতে তার তিন মাসের মতো সময় লাগবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে অন্তত চার মাস।

২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে ইনজুরি যেন নেইমারের নিত্যদিনের সঙ্গী। যার কারণে বহু  সংখ্যক ম্যাচ মিস করতে হয়েছে। তবে এতো ইনজুরির পরও হাল ছাড়তে নারাজ ৩২ বছর বয়সী নেইমার। ইনস্টাগ্রামে এই ফরোয়ার্ড লেখেন, ‘আমি আরও শক্তিশালী হয়ে ফিরব। ’

এদিকে শোনা যাচ্ছে, নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস। চলতি লিগ ওয়ানের মৌসুম শেষ হবে ৩ জুন। এতে নেইমারের মাঠে নামার সম্ভাবনা নেই।

এ মৌসুমটা পিএসজির জার্সি গায়ে দারুণ কাটাচ্ছিলেন নেইমার। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি গোলে অবদান ছিল তার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top