• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


'আগে দেখি খেলায় কি না, তারপর প্রত্যাশা করব': পাপন

শাকিল খান | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩, ১৮:১৬

নাজমুল হাসান পাপন

এবার আইপিএলের আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে আপাতত শুধু মুস্তাফিজ বিসিবির ছাড়পত্র পেয়েছেন। কিন্তু এখনও ছাড়পত্র পাননি কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আর লিটন ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচের জন্য এখনও সাকিব-লিটনকে এনওসি দেয়নি বিসিবি। কারণ হচ্ছে সাকিব টেস্ট অধিনায়ক আর লিটন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। গতকালও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তারা তাদের সিদ্ধান্তে অটুট আছেন। তাছাড়া বারবার একই প্রশ্ন করায় তিনি রাগ প্রকাশ করেন। এছাড়াও এই তিন ক্রিকেটারকে আইপিএলে মাঠে নামানো হবে কি না- সেটা নিয়েও সন্দেহ আছে বিসিবি সভাপতির।

আইপিএলে তাদের থেকে প্রত্যাশা নিয়ে বিসিবি সভাপতির বলেন, 'প্রত্যাশা? ওদের খেলায় কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে, তাহলে আমি প্রত্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কি প্রত্যাশা করব? আগে দেখি খেলায় কিনা।'

সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবেন কি না- এমন প্রশ্নে পাপনের বলেন, 'আমি না খেলার কোনো কারণ দেখি না। ইনজুরিতে তো নেই। তাহলে খেলবে না কেন? একটা কারণ তো থাকতে হয় না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি।'

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top