• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


র‌্যাংকিংয়ের ৭৯ নম্বর দলের বিপক্ষে রাতে মাঠে নামছে ব্রাজিল

শাকিল খান | প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১৮:৩৫

ছবি: সংগৃহীত

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে মাঠে নামবে ব্রাজিল। স্পেনের স্টেজ ফ্রন্ট স্টেডিয়ামে গিনির মুখোমুখি হবে সেলেসাওরা। রাত দেড়টায় মুখোমুখি হবে দুই দল।

হেক্সা মিশন নিয়ে কাতার বিশ্বকাপে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল ব্রাজিল। দলের ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর থেকে স্থায়ী কোচ খোঁজের মিশনে নামলেও এখনো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পায়নি কাঙ্ক্ষিত কাউকে। তবে পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ মিশনকে সামনে রেখে ঠিকই দল ঘোচানোর কাজ শুরু করে দিয়েছে সেলেসাওরা।

এই ম্যাচটিকে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেখছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অন্যদিকে প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে গিনি। ফলে ম্যাচটি নিজেদের করে স্মরণীয় করে রাখতে চায় আফ্রিকার দেশটি।

এদিকে নেইমারকে বাদ দিয়ে গিনি ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে জায়গা হয়নি এ ব্রাজিলিয়ান পোস্টারবয়ের।

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে গিনির অবস্থান ৭৯তম স্থানে। ব্রাজিল আছে সেরা তিনে। ম্যাচে তাই স্বাভাবিকভাবেই এগিয়ে থাকছে সেলেসাওরা।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, এভারটন।

ডিফেন্ডার : ইবানেজ, মিলিতাও, মার্কিনহোস, নিনো, দানিলো, ভেন্ডারসন, অ্যালেক্স টেলস, আয়ারটন লুকাস।

মিডফিল্ডার : আন্দ্রে, গুইমারেস, ক্যাসেমিরো, জুয়েলিটন।

আক্রমণভাগ : লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top