• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আয়ারল্যান্ডকে হারিয়ে ওমানের ইতিহাস

শাকিল খান | প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৮:১৮

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আইসিসির পূর্ণ সদস্য দল আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ওমান। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ওমানের এটি প্রথম ওয়ানডে জয়। তবে সব মিলিয়ে তাদের এটি ২২তম জয়।

সোমবার জিম্বাবুয়ের বুলাওয়েতে কাশ্যপ প্রজাপতি, আকিব ইলিয়াস, অধিনায়ক জিশান মাকসুদ ও মোহাম্মদ নাদিমের ব্যাটিং নৈপুণ্যে আইরিশদের দেওয়া ২৮২ রানের লক্ষ্যে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ওমান।

এদিন শুরুতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি ম্যাকব্রাইন মিলে যোগ করেন ৫১ রান। বিলাল খানের বলে স্টার্লিং ২৩ আর ফয়েজ বাটের বলে ম্যাকব্রাইন ফিরলে বিপাকে পড়ে আইরিশরা। এরপর দ্রুতই বিদায় নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

এরপর হ্যারি টেক্টর ও লরকান টাকার মিলে প্রতিরোধ গড়েন। তবে টাকারকে ফিরে যেতে হয় ২৬ রানে। ডানহাতি এই ব্যাটারের বিদায়ের পর টেক্টর ৫২ এবং জর্জ ডকরেল অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে আয়ারল্যান্ড।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top