• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের দল ঘোষণা

শাকিল খান | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমসের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে সাজানো হয়েছে দল।

আসন্ন এই আসরের জন্য ঘোষণাকৃত দলে জায়গা হয়নি গোলরক্ষক আনিসুর রহমান জিকো, অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন ও ডিফেন্ডার তারিক কাজীর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ-সংক্রান্ত জটিলতায় খেলা হচ্ছে না এই তিন ফুটবলারের।

সেপ্টেম্বরের ২৩ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত চীনের হাংজুতে অনু্ষ্ঠিত হবে এবারের আসর। ঠিক একই সময় এশিয়ার ক্লাব ফুটবলের দুইটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ চলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সেপ্টেম্বর ও অক্টোবরে আন্তর্জাতিক সূচি রয়েছে। ফলে বসুন্ধরা এবং আবাহনী খেলোয়াড়দের দলে পাচ্ছে না বাফুফে।

অধিনায়ক জামাল ভূঁইয়ার দলে জায়গা করে নিয়েছেন মুরাদ হোসেন, মিতুল মারমাসহ বেশকিছু নতুন মুখ।

বাংলাদেশ ফুটবল দল :

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন।

রক্ষণ: ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, মোহাম্মদ আতিকুজ্জামান, রাজিব হোসেন, শাহীন আহমেদ।

মধ্যভাগ: আবু সাঈদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া।

আক্রমণ: রবিউল হাসান, ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, আহমেদ পিয়ুশ নোভা, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top