উজ্জীবিত বার্সেলোনার সামনে নড়বড়ে ইন্টার, টিভিতে আজকের খেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৭

ছবি: সংগৃহীত

গোটা ইউরোপ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট। সোমবার থেকে আঁধার নেমেছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। স্পেন, পর্তুগালসহ ফ্রান্সের নানা প্রদেশ অন্ধকারে ডুবে গিয়েছে। অনেকের আশঙ্কা, এটা কোনও হামলার ছক হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, সাইবার হামলার জন্যই এমন বিভ্রাট ঘটানো হয়েছে।

স্পেনে নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়ে। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বার্সা-ইন্টার ম্যাচ স্থগিত হওয়ার শঙ্কা দেখা দেয়। তবে মঙ্গলবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাওয়ায় শঙ্কা কেটেছে। ফুটবল ইতালিয়া জানিয়েছে, স্পেনে বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারের পর কাল বিকালে নির্ধারিত সময়ে বার্সেলোনার বিমান ধরেছে ইন্টার।

১৫ বছর আগে জোসে মরিনিওর কোচিংয়ে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েছিল ইন্টার। সেবার তারা ত্রিমুকুট জিতেছিল। এবারও ট্রেবল জয়ের হাতছানি ছিল ইতালির চ্যাম্পিয়নদের সামনে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠার পর টানা তিন ম্যাচ হেরে সব হারানো শঙ্কায় ইন্টার।

কোপা ইতালিয়ার সেমিফাইনাল থেকে বিদায়ের পাশাপাশি সেরি-এ লিগের শিরোপা রেসে তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। নিজেদের ট্রেবল জয়ের সম্ভাবনা উজ্জ্বল করতে নড়বড়ে ইন্টারকে প্রথম লেগেই গুঁড়িয়ে দিতে চায় ফর্মের তুঙ্গে থাকা বার্সা।

কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানোর টাটকা সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে তারা। বার্সার জার্সিতে নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে চান ১৭ বছর বয়সি স্প্যানিশ বিস্ময় ইয়ামাল। ওদিকে ইন্টারের ভরসা এ বছর চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে সাত গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্তিনেজ।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ছাড়া বুধবার (৩০ এপ্রিল) টিভিতে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট, ৩য় দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ১০টা, বিটিভি

আইপিএল
চেন্নাই সুপার কিংস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল
লাহোর কালান্দার্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
সেমিফাইনাল ১ম লেগ
বার্সেলোনা–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

সূত্রঃ আরটিভি, যুগান্তর




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top