জামাল-তপু-শমিতের ভবিষ্যৎ অনিশ্চিত, হংকং ম্যাচে বাংলাদেশ দল প্রস্তুত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১১:৫৭

এশিয়ান কাপ বাছাইপর্বে আজ হংকংয়ের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানালেন, জামাল ভূঁইয়ার খেলার বিষয়টি এখনো অনিশ্চিত।
প্রতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে মার্চে ভারত এবং জুনে সিঙ্গাপুরের ম্যাচের আগে সংবাদমাধ্যমের সামনে কথা বলা জামাল দু’টি ম্যাচেই খেলেননি। এ বিষয়ে ক্যাবরেরা বলেন, “অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটি অপরিবর্তনীয়।”
ডিফেন্ডার তপু বর্মণও শুক্রবারের শুরুর একাদশে দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি। কোচ আরও জানান, “তপু উন্নতি করেছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। আজ ও কাল সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেব।”
বাংলাদেশ দল যদিও মূল একাদশের শেষ চূড়ান্ত ঘোষণার আগে কিছুটা অনিশ্চয়তায় রয়েছে, তবুও কোচের মতে দলের প্রস্তুতি যথেষ্ট দৃঢ়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।