বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ আজ হংকংয়ের মুখোমুখি: এশিয়ান কাপ বাছাইয়ের বাঁচা-মরার লড়াই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১২:২১

ছবি: সংগৃহীত

আজ রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। ঘরের মাঠে জয় ছাড়া বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়ার আশা কম।

গ্রুপ ‘সি’-এর অবস্থার দিকে নজর দিলে বোঝা যায়, প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারের পর বাংলাদেশকে আজ ঘুরে দাঁড়াতে হবে। অন্যদিকে হংকং এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে।

ঢাকায় জয় পেলে বাংলাদেশকে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। এর পর ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে অ্যাওয়ে ম্যাচ, যা বাংলাদেশের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই ম্যাচে মাত্র একটি ড্র ও একটি পরাজয়ের ফলে এক পয়েন্ট নিয়ে গ্রুপে বাংলাদেশ নাজুক অবস্থানে। তাই আজকের ম্যাচকে বলা হচ্ছে দলের জন্য ‘টার্নিং পয়েন্ট’। এই ম্যাচে জয় না হলে বাছাইপর্বের আশা কার্যত শেষ হয়ে যাবে।

লাল-সবুজের দল মাঠে নামছে সঠিক অর্থে বাঁচা-মরার লড়াইয়ে। ফুটবলপ্রেমীরা আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশের জন্য উজ্জ্বল আশা নিয়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top